রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। কবিগুরুর স্মৃতিধন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা, শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় প্রয়োজন পূরণ এবং বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে এদেশের মানুষের স্মৃতিতে চির-অম্লান করে রাখার উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই তারিখে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ মহান জাতীয় সংসদে পাস হয়। ২০১৮ সালে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের তিনটি বিভাগে-স্নাতক (সম্মান) শ্রেণিতে ১১৩ জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আরম্ভ হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি অনুষদের অধীন পাঁচটি বিভাগে পাঠদান চলছে। বিভাগগুলো হলো- ক. কলা অনুষদ: ১. বাংলা, খ. সামাজিক বিজ্ঞান অনুষদ: ২. সমাজবিজ্ঞান; ৩. অর্থনীতি; গ. ব্যবসায় শিক্ষা অনুষদ: ৪. ম্যানেজমেন্ট; এবং ঘ. সংগীত ও নৃত্যকলা অনুষদ: ৫. সংগীত। প্রদেয় ডিগ্রির সংখ্যা আটটি- ১. বিএ (সম্মান), ২. বিএসএস (সম্মান), ৩. বিবিএ ৪. বিমিউজ ৫. এমএ ৬. এমএসএস ৭. এমবিএ এবং ৮. এমমিউজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীন এমফিল ও পিএইচ.ডি ডিগ্রী প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৯৯৬ জন। বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ম্যানেজমেন্ট এবং সংগীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পাঠগ্রহণ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক ৩৪ জন, কর্মকর্তা ৪৯ জন এবং কর্মচারীর সংখ্যা ১০৬ জন।
শাহজাদপুর উপজেলার তিনটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে অস্থায়ী ক্যাম্পাস স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও কেন্দ্রীয় গ্রন্থাগার পরিচালিত হচ্ছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা শহরের অদূরে বুড়িপোতাজিয়া নামক স্থানে তিনটি নদীর মোহনায় নৈসর্গিক সৌন্দর্য্য পরিমন্ডিত রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারীর ২২৫ একর জমির উপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবিত স্থান অধিগ্রহণ ও ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলমান।
বয়সে নবীন হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে প্রত্যাশিত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। গুণগত শিক্ষা ও গবেষণা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মৌল আদর্শ। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন, মানবমুক্তির চেতনা ও দার্শনিক মানসদর্শন এবং এদেশের মৃত্তিকালগ্ন সংস্কৃতিকে ধারণ করে পরিবর্তিত বিশ্বপরিস্থিতিকে মোকাবেলা করার জন্য নিবিড় গবেষণা ও চর্চার মধ্য দিয়ে দেশ ও মানুষের সেবায় ব্রতী আত্মমর্যাদাবান ও দক্ষ মানবশক্তি তৈরির লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় তার সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন প্রকারান্তরে একবিংশ শতাব্দীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।