‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক-৩ এর উদয়ন কনফারেন্স হলে তারুণ্যের উৎসব উপলক্ষে মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার বলেন, “চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে নবযাত্রা শুরু হয়েছে, তা অপ্রতিরোধ্য ও অদম্য। সারা দেশব্যাপী তরুণের জয়গান ধ্বনিত হচ্ছে এবং নতুন সমাজ বিনির্মাণের শপথ নিয়ে তরুণসমাজ হাতে হাত রেখে কাজ করছে।”
তিনি বলেন, “তারুণ্য মেলা এবং ফ্যাসিবাদবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে। এ সময় তরুণদের, এ সময় নবযুগের-নবধারার। তরুণদের হাত ধরে যে জয়যাত্রার শুরু হয়েছে, তা আমাদের প্রিয় বাংলাদেশকে নিয়ে চলুক সাফল্যের স্বর্ণ শিখরে। আগামীর সম্ভাবনাময় সমাজের কান্ডারি হয়ে তারুণ্যের শক্তি হোক আমাদের প্রধান অবলম্বন।”
শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংগ্রহণে নাটক ‘ওরা আসবে’ মঞ্চস্থ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।